সুখ সুখ করে কেঁদনা তুমি
দিওনা নিজের প্রাণ,
মানুষের মাঝে সুখ-দুখ সবই
মানুষেরে কর দান।
ধন ভাণ্ডার পুরাইয়া তুমি
পাবে শুধু শুধু দুখ,
মনুষ্য মাঝে বিলাও তাহা
তবেই পাইবে সুখ।
সুখ-দুখ সব বেশি দূরে নয়
মানুষের মাঝে সুরাসুর,
তারাই তোমারে খুঁজিয়া বেড়ায়
চারিদিকে করে ঘুরঘুর।
মানুষের মাঝে খুঁজিয়া দেখ
বিশাল সুখের ভাণ্ডার,
মানুষের মাঝে পাইবে তুমি
আসল সুখের সম্ভার।