মিথ্যা নয়, মিথ্যা নয়
সত্যি বলছি ভাই,
স্বপ্নের মাঝে লড়াই করেছি
ক্লান্ত হলাম তাই।
হাতি সাজিয়ে, ঘোড়া সাজিয়ে
হাজার সৈন্য নিয়ে,
যুদ্ধ মাঝে চলছি আমি
ঘোর পাল ছুটিয়ে।
রাজার সাজে, তলোয়ার হাতে
বিশাল ময়দানে,
বীরের মতো যুদ্ধ করে
এলাম জয়ের গানে।
কত বীর রাজা, কত পালোয়ান
হলো আজ পরাজয়,
ডাক-ঢোল সব উঠিল বেজে
নিখিল রাজ্যময়।
এমন সময় ডাক এল মা' র
সকাল হলো উঠো,
চমকে গিয়ে লাফিয়ে উঠে
খুললাম চোখ দুটো।