তুমি কি জান _
কী অর্থ লুকিয়ে আছে ঐ শ্রমজীবীদের গানে?
জানকি ঐ গাড়ি-বাড়ি-অট্টালিকার-অট্টালিকার মানে?
বিশ্বসভ্যতা নির্মাণে রহিল যাঁদের হাত,
তাঁদেরই স্থান আজ রাস্তার ধারে ফুটপাত।
কেন?
কেন তাঁরা আজ এত অবহেলিত?
কেন তাঁরা আজ অধিকার বঞ্চিত?
কেন ধনীরা তাদের করছে আাঘাত?
কেন তাঁদের তাদের উপর উত্তোলিত হচ্ছে
শোষণ-নির্যাতনের হাত?
তাঁরা কি মানুষ নয়!
তাঁদের কি বাঁচার অধিকার নেই!
কেন সমাজে তাঁদের নেই কোনো মূল্য?
মানুষের চেয়ে উর্ধ্বে যাঁরা দেবতার তুল্য।
মিস্ত্রির হাতুড়ির আঘাত, কামারের কপালের ঘাম,
তোমার ঐ অসাধুতার চেয়ে তাঁদের বেশি দাম।
শ্রমসাধনায় যাদের নেই কষ্টের সীমা;
তাঁদেরই স্মরণে আজ বাজাও বিশ্ব বীণা।