শীতের সকালে উঠোন জুড়ে,
পিঠার গন্ধে মন যে ভরে।
মায়ের হাতে যাদুর ছোঁয়া,
উৎসব যেন ঘরে ঘরে।
ভাপা পিঠার ধোঁয়া ওঠে,
গুড়ের মিষ্টি মাখে তাতে।
চালের গুঁড়ো, নারকেল ছোঁয়া,
স্বাদে সুখে মনও মাতে।
পাটিসাপটার গানের সুরে,
ছোটবেলার স্মৃতি ঘুরে।
দুধ আর গুড়ের স্নিগ্ধ রং,
শীতের পিঠায় মধুর ঢং।
চুড়ো পিঠা, ভাপা পিঠা,
সিদ্ধ পিঠায় খুশির মিঠা।
মাটির চুলায় ধোঁয়ার ঘ্রাণে,
আনন্দ খুঁজে প্রাণের টানে।
গ্রামের উঠোন, শহর ঘরে,
শীতের পিঠায় জীবন ভরে।
হৃদয় মাঝে স্মৃতির মালা,
পিঠায় বাঁধা জীবন বেলা।