নদীটি তার স্রোত ধরে বয়ে চলেছে,
আমি, এক বিন্দু, দাঁড়িয়ে আছি তার তীরে।
নদীর তীরে বসে চেয়ে থাকি,
দূরের ঐ পাহাড় ঢেকে যায় কুয়াশায়।
বাতাসের গানে লুকানো এক গল্প,
যেন প্রকৃতি ফিসফিস করে বলে, "এই শূন্যতাই সত্য।"
ঝড় থেমে গেছে, নীরব হয়ে গেছে সবকিছু,
তবু হৃদয়ে বয়ে যায় তুমুল হাহাকার।
এই নীরব নদী জানে কি আমার ব্যথা?
নাকি আমিও হবো তার মতো স্রোতের সাথী।
স্বপ্ন আর বাস্তবের মাঝে এক তীব্র সংঘর্ষ,
অথবা এক মৃদু অস্থিরতা, যেখানে আমি ভেসে যাচ্ছি।
আমার এক পা স্বপ্নে, আরেক পা বাস্তবে,
দুটো পথের মাঝে, দাঁড়িয়ে আছি নির্জনে।
স্বপ্ন আমায় ডেকে বলে "আমার পথে চলো,"
বাস্তব হাসে, "এটা তোমার ঘর?"
কাকে ধরি, কার কথা শুনি?
অন্তরের লড়াইয়ে কি মিলবে কোনো গন্তব্য?
স্বপ্ন-বাস্তবের এই দ্বন্দ্বে আমি,
এক নির্ভুল যোদ্ধা, অথবা এক হেরে যাওয়া প্রাণ।