বহুদিন পর তোমারে দেখিয়া
পড়িল মনে অতীত কথা,
নির্বাক চোখে তাকায়ে থাকি,
মনে নিয়ে গোপন ব্যথা।
তুমি কি জানো, কত স্মৃতি
জমে আছে হৃদয় মাঝে
প্রতিটি রাতে স্বপ্নে আসে,
তোমার সেই মায়াবী সাজে।
পথে চলিতে হঠাৎ দেখা,
মনে পড়ে সেই দিনগুলি,
হাসি-খুশি আর অকারণে
তোমায় ঘিরে গল্পগুলি।
তবু আজও হৃদয়ের কোণে
তোমার স্মৃতি জাগে প্রভাতে,
ভুলতে চাই, তবু যেন চাওয়া
থেমে থাকে নির্জন রাতে।