জাগো, হে মুসলিম, শুনো এবার, তাওহিদের ঐ পবিত্র ডাক,
ভাঙো যত বিভেদ হৃদয়ে, চলো আলোর পথে একসাথে হাঁক।
এক আকাশে এক আলোর তলে, দাঁড়াও একত্রিত হয়ে,
আল্লাহর নামে হাত ধরি মোরা, দূর করো সব দ্বন্দ্ব হৃদয়ে।
ভেদাভেদ সব মুছে ফেল, জাতি বর্ণের গণ্ডি ঘুচাও,
কুরআনের বানী আঁকড়ে ধর, সৃষ্টির মাঝে প্রভুকে চাও।
"মু’মিন তো এক দেহের মত, একের কষ্টে কাঁদে সবাই,"
তবু কেন আজ এত বিভ্রাট, আত্মার বাঁধন দূরে সরে যাই?
হে উম্মত! ভুলে যেও না, কিবলা এক, কুরআন এক,
বিভেদের বিষে কেন গো ক্ষত, এ কেমন তোমার সুপ্ত বিবেক?
মোরা তো ভাই মুসলিম তাই, নবীর (সা.) বাণী আমাদের শিক্ষা,
তবু কেন এত ঘৃণা মনে আজ, এই কি দ্বীনের পূর্ণ দীক্ষা?
জেগে ওঠো আজ প্রভুর নামেতে, হাত রাখো হাতে মুসলিম,
দেখবে তখন আকাশ খুলে নামবে রহমতের সে রহিম।
আল্লাহর পথে একত্রিত হও, দেখবে শক্তি তোমার পা’য়ে,
বিজয়ের মশাল জ্বলবে আবার, ঐক্যের আলো এ ধরণে ছায়।
জিহ্বায় জিকির, হৃদয়ে নূর, আকাশে বাজে তাহার গান,
ঐক্য মোদের মহা অমূল্য, সবার মাঝে এক আল্লাহ মহান।
আসো তবে, নবীর (সা.) পথে, ফের খুঁজে নাও পর ঠিকানা,
ঐক্যের গান গাইবো মোরা, মিটবে মোদের সব দুঃখবেদনা।