আঁকাশটা আজ ভীষণ অন্ধকার
চাঁদে আলেতেও নেই কোনো স্নিগ্ধতা
ধীরে ধীরে নিঃশব্দে ভেসে যায় বাতাস,
যেমন হারিয়ে যায়, কোনো স্মৃতি, কোনো কথা।

পাহাড়টা আজ মাথা নিচু করে দাঁড়িয়ে
নদীও থেমে গেছে, সবই যেন অচেনা
তোমার হাসি, সেই মিষ্টি কণ্ঠস্বর,
আজ আর আমাকে ছুঁতে আসে না।

হৃদয়ের গভীরে জমে গেছে বিষণ্নতা,
তবুও হৃদয় মানে না কোনো মানা,
আমি জানলেও হৃদয়তো জানেনা
তুমি আর কভু ফিরে আসবে না।