সব কথা বলে ফেলি ভেবে থেমে যাই,
বুক জুড়ে জমে থাকা শব্দের যুদ্ধ,
তোমার চোখে চেয়ে বারবার হারাই,
মনে হয় কথা বলা বড্ড বিরুদ্ধ।
শব্দগুলো জানে না মনের ভাষা,
প্রকাশে ভেঙে যায় গোপন অনুভব,
নীরবতায় লুকানো থাকে আশ্রয় আশা,
তাই তো বলি না কিছু, রাখি গোপন সব।
তোমার নীরবতায় বেজে ওঠে গান,
কথার বাইরে ভাষার গভীরতা জাগে,
সব বললে হয়তো হারাবে সম্মান,
মনের কথার সৌন্দর্য চিরতরে ভাঙে।
তাই রেখেছি গোপন, বলি না কিছু,
নীরবতাই যেন কথা বলে,ছাড়েনা পিছু।