নীল আকাশের ডানায় ভরেই উড়তে চায় মন,
শিশির ছোঁয়া ঘাসের উপর রোদ্দুর রাখে পন।
নদীর ধারে বাতাস গেয়ে শোনায় গোপন গান,
কেউ কি শুনে মেঘের ভিতর বৃষ্টি রাখে টান?
পাখির ডাকে ভোরের সুরে জাগে নতুন প্রাণ,
সূর্য ওঠে স্বপ্ন জাগায় রাঙায় দূর বিস্তান।
আকাশ আমায় ডেকে বলে, “এসো উড়তে শিখো,”
স্বপ্ন গড়ে সাহস নিয়ে দূর দিগন্ত দেখো!