মুয়াজ্জিনের ওই আযান তুমি
শুননি নিজের কানে;
আল্লাহর পথে ডাকিতেছে সে
মধুর কন্ঠ গানে।
আল্লাহু আকবর, আল্লাহু আকবর
ধ্বনি আসিতেছে ভাসি;
মসজিদে গিয়ে মিলিব সবে
ধনী-গরিব , মুনিব ও দাসি।
তুমিও চলো মোদের সাথে
মিসওয়াক-ওযু করে;
মুয়াজ্জিন ভাই আযান দিচ্ছেন
মহান খোদার ঘরে।