মহৎ মানুষ হব আমি
          মানুষকে ভালোবেসে,
নিজের সুখ ত্যাগ করে
          পরের সেবায় উঠব হেসে।
সুখের মাঝে হাসব আমি
          কাঁদব দুঃখ বুঝে,
নিজের সবই বিলিয়ে দেব
          গরিব, দুঃখীর মাঝে।
সেবায়-সেবায় জীবন দেব
          মহৎ মানুষ হতে,
মানুষেরই সেবা করব
          দুঃখ ঘুচাতে।