আমি কোনো কবি নই
আমি কখনো বড় কোনো বই লিখিনি,
লিখিনি কোনো উপন্যাস কিংবা কাব্যগ্রন্থ।
আমি রবীন্দ্রনাথের মতো বিশ্বকবি নই,
হতে পারিনি নজরুলের মতো জাতীয় কবি।
বিদ্রোহী নামেও পরিচিত নই।
আমি হতে পারিনি_
জসিমউদদীনের মতো পল্লী কবি,
কিংবা হুমায়ুনের মতো লেখক।
আমি সত্যেন্দনাথের মতো ছন্দকার নই,
আর ঈশ্বর চন্দ্রের মতো বিদ্যাসাগরও নই,
হতে পারিনি _
শহিদুল্লাহর মতো ভাষাবিদ,
কিংবা অধিক বিষয়ে দক্ষ।
আমি সুফিয়ার মতো অতি পরিচিত নই,
মাইকেলের মতো সাহিত্য পাঠও করিনি।
শুধু
খুঁজে খুঁজে শব্দ জোড়ে দিয়ে,
কিছু চরণ লিখি।
তবে সেটাই যদি হয় কবিতার সংজ্ঞা,
তবে আমি কবি।
আমি বিশ্বকবি, আমি বিদ্রোহী,
আমি সকল কবির রাজা।