ঝরাপাতা বলে, “আমি কি বৃথা?
জীবন কি তবে কেবলই ব্যথা?
শাখার মমতায় লুকিয়েছিলাম,
হিমেল বাতাসে ভর করেছিলাম।”

কালের টানে ভেঙে যায় বন্ধন,
ছিটকে পড়ি মৃত মাটির গন্ধে।
যেখানে একদিন ছিল কুসুমিত ডাল,
আজ সেখানে আমি শুধুই পতনের পাল।

ঝড়ের আহ্বানে কেঁপে উঠি আমি,
বাতাসে হারাই আমার অন্তরভুমি।
পদতলে পড়ে, চূর্ণ হয়ে যাই,
তবু মনে রাখি, একদিন আমিও ছিলাম ঠাঁই।

ঝরাপাতার বেদনা কেউ বোঝে না,
তার কান্না ঢাকা পড়ে মাটির বুকে জড়ানো।
তবু সে জানে, মৃত্যুর শেষে শুরু,
নতুন পাতায় ফুটবে আবার আলো।

ঝরাপাতা তাই বলে, “আমি নয় ক্ষণিক,
আমার বেদনায় লুকায় চিরন্তন ইতিহাসের দিক।
জীবন-মৃত্যুর মাঝে এই যে আমার গান,
পতনে মেলে  পুনর্জন্মের প্রাণ।”