একুশ মানে
সাধারণ কোনো দিন নয়
একুশ মানে
রাজপথে যেদিন রক্ত প্রবাহ বয়;
একুশ মানে
বিশ্ব বুকে একটি ভাষার যুদ্ধ
একুশ মানে
ছাত্র-শ্রমিক সেনার গুলিতে বিদ্ধ;
একুশ মানে
গর্জে ওঠা কৃষক, ছাত্র, কবি
একুশ মানে
বাংলা ভাষা, রাষ্ট্রভাষার দাবি;
একুশ মানে
ভাষার মিছিলে শত গুলির শব্দ
একুশ মানে
রফিক, শফিক......নিরব নিস্তব্ধ;
একুশ মানে
৫২ এর শত শহীদের দান
একুশ মানে
লাখো মায়ের অশ্রু ভরা গান;
একুশ মানে
ভাষার দাবিতে পাক বাহিনীর পরাজয়
একুশ মানে
বাংলার বুকে কভু ভুলিবার নয়।