দাদু বলে বই যে আমার
পড়তে লাগে ভালো,
বই ছাড়া এই পৃথিবীটা
লাগে ভীষণ কালো।
চোখ যেন তার বাঘের চোখ
চশমা ছাড়া বই পড়ে,
বইয়ের পাতা উল্টাতেই
ক্ষুদ্র ভুলটাও ধরে।
এই বয়সে বই পড়তে
কেমন ভালো লাগে?
বইয়ের প্রতি এত শখ
ছিলনাতো আগে!
নাতি-নাতনি বলে যখন
শোনাও দাদু ছড়া,
দাদু তখন বলে তাদের
আমার যে রয়ে গেলো
অনেক অনেক পড়া।