বাংলা মোদের মাতৃভাষা
এইখানেতে বাস,
সোনার দেশে জন্ম নিয়ে
কেন অন্য ভাষার চাষ?

বাংলায় আছো ভাই
বাংলায় কথা বলো,
বাংলা মোদের মাতৃভাষা
হিন্দি, উর্দু, তামিল ছাড়ো।

শত লক্ষ শহীদের রক্তে
পেলাম বাংলা ভাষা,
এই ভাষাতেই বলব কথা
এই তো মনের আশা।