আত্মহত্যা মহাপাপ
তা কি জান না?
তবুও কেন আঁকছ মনে
পাপের আল্পনা?

এই পৃথিবীর মায়ায় পড়ে
দুঃখ হয়ত পাবে,
তাই বলে কি জীবন দিলে
কোনো লাভ হবে?

পাপের বোঝা মাথায় নিয়ে
যাবে জাহান্নামে,
তার চেয়ে বড় তওবা কর
শান্তি পাবে মনে।