আমি বোকা হতে চাই,
যে বোকা জটিলতা বোঝে না,
হৃদয়ের ডাকে সাড়া দেয় সহজে,
পৃথিবীকে দেখে শিশুর চোখে।
আমি বোকা হতে চাই,
যে বোকা ছোট্ট কথায় হাসতে জানে,
চুপচাপ অভিমানে কাঁদে,
তবু কাউকে দোষী করে না।
আমি বোকা হতে চাই,
যে বোকা ভুল করে শিখতে পারে,
পাথরের পথে ফুল খুঁজে পায়,
আর স্রোতের বিপরীতে হাঁটতে অভয়।
আমি বোকা হতে চাই,
যে বোকা শূন্য হাতে সুখ গড়তে চায়,
অল্পতে তুষ্ট, সহজে ত্যাগী—
যে চাওয়ার চেয়ে দেওয়ায় সুখ পায়।
আমি বোকা হতে চাই,
যে বোকা ধোঁকা দে না,
যে শুধু বিশ্বাস করে এবং ভালোবাসে,
অন্যদের ভুলেও দেখে মানুষের সৌন্দর্য।
আমি বোকা হতে চাই,
কারণ বোকাদের চোখে পৃথিবী সরল,
তারা জটিলতার মায়াজালে বাঁধা পড়ে না,
আর সেই সরলতায় লুকিয়ে আছে মুক্তি।
আমি বোকা হতে চাই,
কারণ বুদ্ধির ভারে ক্লান্ত এ পৃথিবী,
আর আমি শুধু চাই
একটা সহজ, অকপট হাসি।