কেউ শেষ করছে
কী নিশ্চুপ! তোমার বাক রুদ্ধ শ্বাস!
বেঁচে আছি কি-না তাও সন্দেহ,
শ-খানেক পত্ত্য হাতে বিনা বিমার, হয়ে।
কি হয়েছে তাও জানি না।
কি-বা হওয়ার বাকি? নেই।
তোমাকে পাওয়া -
মুক্ত আকাশে উড়ন্ত পাখির মালিকানা র সমান,
সমজাতীয় হয়ে সামনে হাজির ।
ইচ্ছা আকাঙ্ক্ষা,শক্তি দূরে রেখে-,
ভালো থাকার অভিনয় নিরোর্থক।
তৃতীয় ব্যক্তির...! কথায় শেষ করছ তুমি।।
বিলিন হয়েও অবশিষ্ট প্রকাশ আমার।
চাইলেই সম্ভব ছিল,
            সামান্য-টুকুও সত্য রূপ দেওয়ার।
তুমিই তো চাওনি,
    খোদার চাওয়ায় কি?
আমি আজও আছি, অপেক্ষায় তোমার।