ভেজা গন্ধের আটপৌরে শহরের
কোন অট্টালিকা নয়,
শুধু বৃষ্টি স্নাত রাত জাগা ভোরের
আকাশটা আমার।


চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা
নিষিক্ত কোলাহলে,
তোমাকে আর কোথায় খুঁজি?

কারবারী মন তবুও তো ডোবা
জলে ফুঁটে ছিল ফুল;
শাপলা-শালুক!

এখন সেটিই আমার রুজি!

---------
------