নিকষ কালো রাত!
আমাদের তাল পুকুর জুড়ে
পদ্মপাতার ছবি।
বিষণ্ন চোখে যেন এক মুহূর্তে
অবসর ভেঙ্গে নিশাচরেরা
খাদ্য খাবার খোঁজে--
উৎসুক জীবনের চঞ্চলতায়।
তাত্ত্বিক আঁতলামিতে সংকীর্ণ যে পথ,
অক্ষমের অদ্যিকালের মহিমা কীর্তন।
এখানে ফুল মালা জলের
নৈবেদ্য সাজাতে
সারিবদ্ধ সুঁলসুঁলিদের আনাগোনা
স্বাভাবিক।
তবে আমাদের সরল ঘুমে কোন
বিষকাঁটালি নেই!

-------
---