কখনো ভেবেছি -
পূর্ণিমা তিথি , দু'হাত রেখেছে আঁকড়ে পরস্পরকে ,
সাড়াহীন , শব্দহীন ,
দু'জোড়া চোখ চেয়ে আছে চন্দ্রপানে ।
ভেবেছি কখনো -
প্রখর রৌদ্র দিবস , আকাশী-রঙা শাড়ি আর সাদা পাঞ্জাবী পাশাপাশি ,
হাঁটছে , আর হেঁটে যাবে চিরকাল ,
দু'হাত পরস্পরকে কখনো না দিবে ছাড়ি ।
আবার কখনো ভেবেছি -
বৃষ্টি বিলাসে , গগন নীড় ঝরঝর ,
দু'জোড়া চোখ চেয়ে রয় অপরের পানে চিরকাল ,
আকাশী-রঙা শাড়ির হাতে হলুদ কদম্ব ।
হায় বৃথা স্বপন আমার !
তার মাঝেই আমি খুঁজে ফিরি সেই আকাশী-রঙা শাড়িকে !
খুঁজি তার শ্যাম্পু-মাতাল চুল , কালো ফ্রেমে আঁটা দু'চোখ ,
খুঁজি , খুঁজি আমি তার স্নিগ্ধ সৌরভ !
১১-০৪-২০২০
লাভলেইন , চট্ট্গ্রাম