ভুলিতে চাই আমি
ভুলিতে চাই,
ভুলিতে চাই আমি
তোমায় ভুলিতে চাই ।

ভুলিতে চাই আমি
তোমার নজর কাড়ানো হাসি,
আর বলিতে চাই না
তোমায় বড্ড ভালোবাসি ।

ভুলিতে চাই আমি
তোমার কাজল চোখের ইশারা,
আর হইতে চাই না
তোমার চাহনিতে দিশেহারা ।

ভুলিতে চাই আমি
তোমার এলো-কেশের ঘ্রাণ,
আর হইবে না
ব্যাকুল আমার প্রাণ ।

ভুলিতে চাই আমি
তোমার মধুময় বাণী,
আর করিব না
আকাঙ্খা,শুনিতে তোমার বাণী ।

ভুলিতে চাই আমি
দু'জনের খোশগল্প,
আর করিব না
কখনো এই সংকল্প ।

ভুলিতে চাই আমি
একসাথে পথচলা,
আর করিব না
প্রতিটি কদম মেলা ।

ভুলিতে চাই আমি
তোমার রাগান্বিত মিষ্টিমুখ,
আর দিব না
তোমায় স্বল্প স্বল্প দুখ ।

ভুলিতে চাই আমি
তোমাকে নিয়ে দেখা স্বপ্ন,
আর দেখিব না
অযথা সব স্বপ্ন ।

ভুলিতে চাই আমি
প্রতীক্ষিত সব প্রহর,
আর করিব না
অপেক্ষা, মন হয়েছে কবর ।