সূর্য হয়ে আসিলে তুমি
অন্ধকারাচ্ছন্ন এ-ভুবনে
করিলে রঙ্গিন তুমি
ভুবনের প্রতিটি কোণে ।
হাসিলো ভুবনপতি
ভুলিল আঁধার
দেখিল ভুবনপতি
সব যেন তার ।
হারাইতে দিবে না সে
জগৎ ভোলানো হাসি
যত্ন করিবে সে
আগলিয়ে এই হাসি ।
তবুও ভুবনপতির
মনে বড়ো ভয়
উদিত সূর্য যেন
ডুবে নাহি যায় ।
ডুবে যায় সূর্য
নেমে আসে আঁধার
খানিক পরেই কি সূর্য
দেখা দিবে আবার ?