. প্রথম কষ্ট টা-
কষ্ট মনে হয়,
পরের কষ্ট টাও-
কষ্ট মনে হয় ।
কিন্তু এক এক করে ধেয়ে আসা কষ্টগুলো
একটা সময় পর,
কষ্ট না পাওয়ার কারণ হয়ে যায় ।
আর এই কষ্ট না পাওয়াই
হয়তো বা সহ্য ।
কেননা কষ্ট পাওয়া হৃদয়গুলো
কষ্টে কষ্টে পাথর হয়ে যায়,
আর এই পাথরই এক সময়
বৃহৎ পাহাড়ে পরিণত হয় ।
পাহাড় তার কঠিন রূপকে
তার সৌন্দর্যের মাধ্যমে,
ধামা-চাপা দেয় ।
চেষ্টা করে তার অসহ্য-যন্ত্রণাগুলোকে
সহ্য করার,
দৃষ্টিগোচর করার ।
তবুও সে তার কষ্টগুলোকে
সহ্য করতে না পেরে,
বৃষ্টির সময়গুলোতে ঝর্ণা-রূপে কাঁদে ।
কিন্তু তার এই কান্নার
প্রতিটি ফোটার ভিতরের লুকিয়ে থাকা কষ্টগুলো-
কত যে যন্ত্রণার,
তা কেবল সেই পাহাড়ই জানে ।
ওহে পাহাড়, কি করে তুমি সহ্য কর,
এ- দুর্বিষহ যন্ত্রণা ।