কখন যে প্রেম আসে
তা প্রেমিকও বুঝতে পারে না,
ধীরে ধীরে বুঝতে পারে
কিন্তু যখন বুঝতে পারে
তখন কি সেই শুরুর দিনের কথা মনে পরে?
কিভাবে হয়েছিল প্রথম পরিচয়?
কিভাবে শুরু হয়েছিল সেই প্রথম কথোপকথন?
কিভাবে শুরু হয়েছিল সেই প্রথম ভালো লাগা?
কিভাবে শুরু হয়েছিল সেই প্রথম আড্ডাটা?
কিভাবে পড়েছিলে তার মায়ায়?
কিভাবে করতে তার অপেক্ষা?
কখনো ভেবে দেখেছ কি, তার প্রতি তোমার  
                       -দুর্বল হওয়ার কারণটা?
কি ছিল তার কথায়,তুমি পাগল হয়েছিলে?
কি ছিল তার চাহনিতে,তুমি দিশেহারা হয়েছিলে?
কি ছিল তার হাসিতে, তুমি সব ভুলেছিলে?
কি আছে তার ভিতর, যে কারণে তুমি তার
                           -প্রেমে পড়েছিলে?
এতো মায়া আসলো কিভাবে তার প্রতি?
কিভাবে পড়লে তুমি তার প্রেমে?
বুঝতে পারছ না তো?
হ্যাঁ, প্রেম এভাবেই আসে
যা কাউকে বলে আসে না,
সময়ের সাথে সাথে দুটি মন অজান্তেই এক হয়ে যায় ।
পৃথক হতে চায় না জন্মভর,
কিন্তু পৃথকের এ রাজ্যে পৃথক হতেই হবে ।
তাই বলে কি প্রেম আসবে না?
দুটি মন এক হবে না?
প্রেম আসুক, আসুক প্রেম
প্রেমেরা অজান্তেই আসে,
প্রেম আসে ।