অনুভূতিতে থাক তুমি
খানিক খানিক পরে,
তোমার মুখের অপরূপ হাসি
আঁকি মনের গভীরে ।
তোমার টান টান চোখে
আমি ভাসি মেঘে,
তোমার মাঝ কপালের টিপখানিতে
দেখতে বেশ লাগে ।
তোমার এলো কেশের ঘ্রাণখানি
ধরণি আকুল করে,
তোমার মিষ্টি কন্ঠের প্রতিটি কথায়
ব্যাকুলতা বাড়ে ।
তোমার মায়ায় প্রতিটি অহন
অধীর অপেক্ষা করে,
তোমার জন্য প্রতিটি প্রসূন
ধরণিতে ফোটে ।
তুমি হলে প্রভাত বেলার
দীপ্ত আলোক রশ্মি,
তুমি যেন তিমির রাতের
পূর্ণাঙ্গ শশী ।
আমাকে তোমার সঙ্গী কর
ওগো, প্রেয়সী ।