মিষ্ট মিষ্ট আহা !
কত যে সুমিষ্ট তাহা,
বলিলে হইবে না শেষ
তাহার জন্ম যে বাংলাদেশ ।
মাথা থেকে লেজ
স্বাদের নাই যে শেষ,
রাঁধিলে তাহা
কি যে ঘ্রাণ আহা !
বাংলাদেশের তাহা
ইলিশ ইলিশ ভায়া,
চাইলেই যায় না পাওয়া
ইলিশ ইলিশ ভায়া ।
বলি কি দাদাভাই
ওই ইলিশে কি স্বাদ হয় ?
না হইলেই-বা করিবে কি!
এবার দেব না মোরা
মন স্থির যে করেছি ।