মরণ আমার অধিক পছন
মৃতদের এই অঙ্গনে,
ভালোর ভালো সবাই বলে
সৎ সাহস দেয় ক'জনে ।
করিতে গেলাম অসাধ্য সাধন
দূরের মানুষ হইল আপন,
দেখাইল তারা নতুন স্বপন
বলিল তারা সামনে এগন ।
আপন হইয়া বুঝিলে সবই
নিলে না শুধু একটু যতন,
নিতে যদি একটু যতন
জয় করিতাম বিশ্ব-ভুবন ।