ফাল্গুনের ওই অষ্ট দিনে
ঢাকা মেডিকেল প্রাঙ্গনে,
মায়ের ভাষার আহ্বানে
দিয়েছিল যারা প্রাণ,
তাদের জন্য পেয়েছি মোরা
হৃদয়ের স্বতঃস্ফূর্ত গান ।

রফিকেরই রক্তে সেদিন
রাজপথ হয়েছিল লাল,
শফিউরের বুকে সেদিন
ছিল অনেক বল ।

বরকতেরই বজ্রকণ্ঠে
কম্পিত ছিল রাজপথ,
জব্বারেরই জোর জবানে
ছিল বাংলা ভাষার শপথ ।

ঝরিলো সেদিন কতপ্রাণ
খালি হলো কত বুক,
চেয়েছিল তারা মায়ের ভাষা
মায়ের মুখেই থাকুক ।

আজও, এই অষ্ট দিনে
মনে পড়ে তাদের,
জীবন যারা দিয়েছিলো সেদিন
ভাষা হয়েছে মোদের ।