দাবিতে ছিল মোদের ন্যায্য অধিকার
তবে তুমি কেন বলিলে মোরা রাজাকার,
বলিতে গেলাম মোরা;
কেন মোরা রাজাকার?
লেলিয়ে দিলে তুমি শত শত কুলাঙ্গার ।
লেলিয়ে দিলে তুমি
তোমারই পশুদের,
ওই হিংস্র পশুগুলো জখম করিল মোদের
মোরা হইলাম সোচ্চার,
মার খেয়ে পালাল সমস্ত কুলাঙ্গার ।
ব্যর্থ হইয়া তুমি আঁটিলে নতুন ফন্দি
পাঠাইলে তুমি কোটাধারী বাহিনী,
তারা আসিলো, মারিলো মোদের
শহীদ করিল আবু সাঈদ, ফয়সালদের,
জখম করিল মোদের ।
তুমি আসিলে সন্ধ্যা সাড়ে সাতটায়
দিলে এক ভাষণ;
বলিলে তুমি: পুলিশ নাকি মোদের আপন,
তবে কেন তারা মারিলো মোদের !
কি আদেশ দিয়েছিলে তুমি তাদের?
ঢুকিল বাইশ-খানা র্যাবের গাড়ি
কেন তুমি দাঁড় করালে বিজিবি সারি সারি?
কেন ভিসি চত্বরে ফুটিলো বোমা?
ঢাবি,জাবি,রাবি,চবি,বেরোবিতে
কেন মোদের ভাই-বোনদের রক্ত আর কান্না ?
তাতেও পারিলে না যখন মোদের আটকাইতে
আদেশ দিলে তখন হল-ক্যাম্পাস বন্ধ করিতে !
ভেবেছো তুমি মোরা নিব পিছুটান ?
না, না মোরা আবারো দিব আহ্বান,
মুছে ফেলিবো অন্যায় অনিয়ম
করিবো মোরা দেশকে বেগবান ।
মোরা নিজেদের জানাই ধিক্কার ধিক্কার
কেন মোরা তোমায় বলিতাম:
তুমি মোদের 'মা', তুমি মোদের অহংকার ।