ঘোর আঁধার রাত ফেলে সূর্য যেমন জেগে উঠে পুব আকাশে
ঠিক তেমনই এক সকালে আশ্রয় নিয়েছিলি মনের আকাশে
একটা যাত্রী বাহি ট্রেন আমাদের দূরত্ব কমিয়ে ছিলো
তার জন্য অবশ্য উপরওয়ালা কাছে প্রার্থণা করেছি সে ট্রেন যেন স্বর্গে যায়।
পাশাপাশি সিটে বসে যে রিক্সাতে আমরা রথযাত্রা গিয়েছিলাম,সে কথাও উনাকে জানিয়েছি আমি।
আমি চেয়েছিলাম সূর্য ডোবার আগেই তোকে মনের আকাশে চাঁদ বানিয়ে রাখবো
কিন্তু হয়ে উঠলি বিষ কাটালি বনের ভয়ংকর সুন্দর ফুল
অমন ফুল দেখে যে কেউ কানে গুজে নিতে চাইবে
বিষকাটার ক্ষত'কে আপোষ করবে যে কেউ
আমিও তার ব্যতিক্রম নই।
যেই না ফুলটা ছিঁড়তে গেলাম
তুই হয়ে গেলি সেই স্বর্গে যাওয়া ট্রেন। আর আমি-
হয়ে গেলাম স্টেশনে ফেলে যাওয়া উচ্ছিষ্ট
যাকে ফেলে ট্রেন এখন স্টেশন ছেড়ে স্বর্গের পথে।
আমি এখন পিষে মরি সেই সব যাত্রীর পদতলে
যারা তোকে স্বর্গে বন্ধুত্বের অভাব ঘুচিবে ।
অথচ একদিন আমি মনে মনে চেয়েছিলাম
স্বর্গে যেন আমাকে তোর পাশে রাখেন
সে সব ট্রেন আর রিকসার কথা ঈশ্বরের নিকট মুখ ফুটে চেয়েছিলাম
আর আমার কথা রেখেছিলাম সংগোপনে।