আমার একান্ত কিছু দুঃখ দরকার
এর ওর ধার করে আনা দুঃখের বোঝা বইতে গিয়ে বুড়ো বাশের মতো বেঁকে গিয়েছি খানিকটা।

আমার মুখ ভর্তি হাঁসি আছে
গলা ভর্তি কাশি আছে
হৃদয় পোড়া কালি আছে
শুধু একান্ত কোনো দুঃখ নেই।

কী অদ্ভুত!দুঃখের এতো এতো পাহাড়
অথচ একটা পাহাড় আমার নয়
চোখের জলে ভেজা এতো সাগরের ঢেউ
অথচ একটা ঢেউ আমার নয়।

দুঃখের পাহাড় আর সাগরের ঢেউ আমার নয় বলে
হতাশায় ফেলে দেই নিজেকে
মাথাব্যথা করে, চুল ছিড়ি,
গুণে দেখি কটা চুল ছিড়েছি গত শুক্রবার হতে
আজ শুক্রবার পর্যন্ত।
চুলের পাহাড় জমে,
বাতাসে ঢেউ খেলে আমার চুল
অথচ এসব চুলও যদি একটা একটা দুঃখ হতো
তবে আজ একটা পাহাড় হতো,
একটা দুঃখের ঢেউ হতো,
ব্যক্তিগত।

আমার একান্ত কোনো দুঃখ নেই বলে
নিজেকে দুঃখী ভাবি
আর লোকে আমাকে ভাবে পাগল
উপন্যাস কিংবা নাটকের সেই সর্ব হারা পাগল।

আমার দুঃখ নেই, কষ্ট নেই
জীবনকে নূন ছাড়া পান্তা মনে হয়।