আমি কখনো আকাশ দেখতে চেয়েছি
কখনো বা সাগর
আকাশকে সাগর আর সাগর কে আকাশ হিসেবে তুলে ধরেছো বার বার সম্মুখে
আমি মেনে নিয়েছি
আমি কখনো খানাখন্দে ডুবে যেতে চেয়েছি
কখনো বা পাহাড়ে গাঁ ভাসাতে চেয়েছি
খানাখন্দ কে পাহাড় আর পাহাড় কে খানাখন্দ হিসেবে তুলে ধরেছো সম্মুখে
আমি মেনে নিয়েছি
আমি কখনো আমাকে চেয়েছি
কখনো বা তোমাকে
কিন্তু বারংবার আমাকেই আমার সম্মুখে হাজির করেছো
সেদিন আমি মেনে নেইনি বরং ধারণ করেছি আমার শরীরে,চাষ করেছি আমার মগজে
মিলেছে আমার ইশ্বর,আমার দেবী আর তুমি।