আমার একাগ্র বাসনা অস্থিরতায় ভেঙে যাচ্ছে
এখানে কেউ থাকুক এটুকু আমি চাইতেই পারি
অতল সমুদ্রের নিষ্পাপ মাছ গুলোর মতো
সাচ্ছন্দ্যে ভেসে বেড়াতে চাওয়া পাপ।
চোখের জলে নির্জনতা ভাঙে
এখানে কেউ নেই,
পড়ে আছে না থাকা ভীষম বেদনা
কোমল প্রাণ সবুজ গাছটিও_
হেলে দুলে শরতের মেঘের মতো
এপাশ থেকে ওপাশ।
বৈঠা হাতে মাঝি অস্থির
কচুরিপানার স্তুপ জমে আছে বদ্ধ হাওরে
নৌকা আগায় না।
তবুও মাঝি বৈঠা ফেলে না।
রঙ্গতামাশায় অনেকেই মেতে আছে।
শুধু খোঁজ নাই পাড়ার অন্ধ যুবকটির,
পথ হারিয়ে যাওয়ার ভয়ার্ত চিৎকারে
ধরা পড়ে ডাকাত দল,
সেই উল্লাসেই মেতে আছে সবাই।
এখানে কেউ নেই,
কারো কারো থাকার কথা ছিলো
এখানে কেউ কেউ থাকে
না থাকার শরীর জুড়ে
যেমন কিয়ামতের ময়দানে সবাই থাকবে
অথচ কেউ কাউকে চোখ মেলে দেখবে না।