সাগর কখনো আকাশকে ভালোবাসে না,
আকাশ কাঁদে তার জন্য সে কথা
সাগর ভালো করেই জানে।
সে নিরবে-নিভৃতে তার কান্নার জল বুকে নিয়ে
অনন্তকাল বেঁচে থাকে।

তাদের মধ্য কার দূরত্ব অসীম
তবুও তারা মুখোমুখি।
আমি তুমি যেমন মুখোমুখি।

একদিন আকাশ চেয়েছিলো তাদের দূরত্ব কমিয়ে আনতে। সে পেড়ে ছিলো কিনা সে কথা কবি তার কবিতায়  শেষ লাইনে লিখে যায় নি। তবে সে যে কাছাকাছি এসে ছিলো সে কথা তিনি স্পষ্ট লিখেছিলেন।

আমিও চেয়েছিলাম তোমার-আমার
মধ্য কার দূরত্ব কমিয়ে আনতে,
আকাশ আর সাগর যে রকম টা চেয়েছিলো
ঠিক তেমনই করে।

সাগর শুধু তাকে বুকে ধারণ করেছে
কখনো কাছে ডেকে চুমু খায়নি,
আকাশ শুধু তাকে দূর থেকে অনুভব করেছে
কখনো মেঘের মতো তাকে স্পর্শ করতে পারেনি।

তোমাকে সাগর, আমাকে আকাশ
ভেবে যদি একটি কবিতার বই লেখা হয়।
তবে কি পৃথিবীর প্রেমিক-প্রেমিকারা জানতে পারবে
দূরত্বের চাইতে এতো বেদনা বিদুর গল্প একটিও নেই?