স্থায়ী হয় না কোনো কিছুই
যে দুঃখ আমাকে কাল কাঁদিয়ে ছিলো
আজকে কেনো অন্য দুঃখে ভরা নদী?
স্থায়ী না হোক সুখেরা,
অন্তত দুঃখটা হোক স্থায়ী।
এমন যদি হতো_
আমি সকাল থেকে রাত্রি তোমাকে হারানোর বেদনা পোষণ করতাম।
এমন যদি হতো_
ধর্ম দেবীকে না পাওয়ার যন্ত্রণা বয়ে বেড়াতাম বছরের পর বছর।
এমন যদি হতো_
বাবাকে হারানোর পর মা বেঁচে যেতো চিরকাল।
কই?
তা কিছুই হচ্ছে না
তোমাকে হারাবার পর কোনো ধর্ম দেবীকেও পেলাম না
বাবাকে হারানোর পর মা'কেও হারালাম এই শরতে।
স্থায়ী না হোক সুখেরা,
অন্তত দুঃখ হোক স্থায়ী।