মৃত্যুকে সম্বোধন করুন,
নত স্বীকার করুন তার নিকট।
আমি কুকুরের নিকট ব্যর্থতার
স্বীকারোক্তি দিয়েছি,
আমি স্বীকৃতি ও বিবৃতি দিব
ফুলকে ভুল ভেবেছি।
আত্মহত্যা নয় আত্মার হত্যার
জন্য প্রলুব্ধ করছি আপনাকে।
এজন্য একটি চিরকুট রেখে যাবেন নিশ্চয়ই
পোস্টমর্টেম এবং সমস্ত প্রমাণের ভিত্তিতে
আমাকে নিশ্চয়ই শূলে চড়ানো হবে না
আত্মার পোস্টমর্টেম হয় না
আর চিরকুট?হা হা হা....
এ এখন ভিত্তিহীন
আইন এতো বোকা নয়।
আইন প্রমাণ চায় অথবা অর্থ,
আমার কাছে অঢেল অর্থ
আমি আইন কিনে নিতে পারি মুহূর্তেই
সরকার_
কোর্ট_
প্রশাসন_সবই এখন আমার দখলে
মানে আমার নিকটাত্মীয়র.।
মৃত্যুকে আলিঙ্গন করুন
মৃত্যু সহজ এবং সুন্দর এবং
স্বাভাবিক ঘটনা। এটাকে বিচ্ছিন্ন__
কিংবা মর্মান্তিক ভাবার কিছু নেই
মৃত্যু নির্ধারিত।গোলযোগ পূর্ণ জীবন_
অশান্তি_অন্তরের ক্রন্দন_প্রেমিকের সন্দেহ_
প্রতিকূলতা_বুকে পাথর_মুখে তালা
এসবের মুক্তি পথ কেবলই মৃত্যু।
মৃত্যুকে ভালোবাসুন, তাকে আলিঙ্গন করুন
মানুষ অদ্ভুত কারণ মানুষ মৃত্যুকে মুক্তি ভেবেও
বেঁচে থাকাকেই জীবন ভাবে। হা হা হা....
মৃত্যুর কথক
আবিদ হাসান তুষার
১৯ ই জুন, ২০২২.