ল্যাম্পপোস্টের আলোয় জলমল করছে দীঘির জল
পাড়ে বসে সিগারেট টানছি আর দেখছি মাছেদের খেলা। হঠাৎ _
সেই চেনা সুর ভেসে আসলো পাশের দুগ্গা মন্দির থেকে,
এ সুর আগেও বহুবার শুনেছি
এ সুরে মাতাল হয়ে ভেসেছি
জেনেছি যে মধুরিমা এভাবে গাইতে পারে
আমি হতে পারি তার প্রথম এবং শেষ প্রেমিক।

প্রথম প্রেমিক হিসেবে আমার জন্ম হলো
মৃত্যু হলো বিচ্ছেদের যন্ত্রণা দিয়ে।

বহুদিন_
বহুদিন পর সেই চেনা সুর
ভেসে আসে দুগ্গা মন্দির থেকে
আমি বিরহ কাটাই সিগারেটে
প্রেমহীন জীবনের রসাতলে
সে সুর কে আমি ভুলিনি।

আমার জন্ম হয়েছিলো প্রথম প্রেমিক হিসেবে
অতএব আমার মৃত্যু কেবলই বিচ্ছেদ।