কে চেয়েছে তোর কাছে পৃষ্ঠপোষকতা?
কবি কি কাকতাড়ুয়া নাকি কোনো নিথর প্রতিমা
বেদীতে বসাবি তুই ঠেঁসে তার পৃষ্ঠদেশে বাঁশ!

নিজের লম্বত্ব নিয়ে গপ্পো হয় বামনপল্লীতে;
কেউ কেউ ঢুকতে গেলে চৌকাঠেই মাথা ঠেকে যায়!
গজফিতা দিয়ে তোরা মাপ দিবি কবির উচ্চতা?
কী হবে তাদের বেলা
যারা সে ফিতার চেয়ে আরো দীর্ঘকায়?

যা তবে তাদের কাছে
যারা আজও নড়বড়ে, অসমাপ্ত, মেরুদণ্ডহীন;
কবি তো স্বয়ম্ভূ তার কারো কাছে নেই কোনো ঋণ।