পাঁচতারা হোটেলের প্রশান্ত সুইমিংপুলে তরুণীর দল;
মহিষের জন্য আছে বিলঝিলে শান্তিদাতা বদ্ধ কাদাজল–
আমি শুধু অবারিত জ্বালাময় রৌদ্রদগ্ধ আকাশের তলে
নিরীহ বৃক্ষের মতো অবিরত পুড়ে যাচ্ছি তীব্র দাবানলে।
নারীর সান্নিধ্যে গিয়ে বহুকাল বহুবার ভুলেছি দহন,
তাকেই আরাধ্য জেনে দিয়েছি-নিয়েছি কত হৃদয়ের ধন–
সে-ও আজ হয়ে গেছে যেন এক নারকীয় অনল-কুণ্ডলী;
এখন চৈত্রের কাছে আষাঢ়ের সম্ভাবনা হয়ে যায় বলি।
মাননীয় জাতিসংঘ, আপনার সভামঞ্চে কথা বলতে চাই–
উষ্ণায়নে পুড়ে যাবে সারা বিশ্ব, যায় যদি হয়ে যাক ছাই;
আমার প্রেয়সী নিজে হবে কেন ‘এল নিনো’র সমূহ শিকার!
প্রেমের প্রশান্তি ছাড়া কী আছে তেমন শ্রেয় মানবাধিকার?