মায়ের ফুফু—তার দাদীমার আপন জেঠার মরণে
তোমরা কি আর দুঃখ করো, কেউ রেখেছো স্মরণে?
তোমার মায়ের পঞ্চপুরুষ প্রাণ হারালে তখন কেউ
তার স্মরণে রোদন করে বিরান বুকে তুলবে ঢেউ?
জীবন-নদী খরস্রোতা চায় না ফিরে অতীতে—
ছলছলিয়ে সামনে চলে আপন জলের গতিতে।
অমর তবু কাজী কবি, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার,
এরিস্টটল, প্লেটো কিবা সক্রেটিস ও ভলতেয়ার,
মধুসূদন, হাছন রাজা, রামপ্রসাদ ও লালন সাঁই,
মহামতি আকবর আর ঝাঁসির রানী লক্ষীবাঈ,
নেপোলিয়ন, ক্লিওপেট্রা, সিজার, সিনাহ, অগাস্টাস,
বাংলা মায়ের দামাল ছেলে তিতুমীর ও যতীন দাশ।
মানসিংহ, ঈসা খাঁ ও বীরাঙ্গনা সখিনার
গল্পগাথা বাঁচবে ক'দিন পাই না ভেবে কূল-কিনার।
সূর্যসেন ও প্রীতিলতা, সুভাষ বসু, ক্ষুদিরাম
কেউ মরেনি, বেঁচে আছে শরীয়ত ও টিপুর নাম।
মোদ্দা কথা ব্যক্তি মরে, কর্মফলের মরণ নাই—
কার কী হবে পরিণামে বলবে কাজের ধরনটাই।