নিজে তিনি ম্যাট্রিক পাশ-করা মোক্তার,
কলেজের সিঁড়ি ভাঙা হয়নি এ-লোকটার;
মামাবাড়ি তামাবিল, বাড়ি হরগঙ্গা--
তার কাছে শোনো এই মজাদার সংজ্ঞা:
ম্যাট্রিক পাশ করে হতে গিয়ে মোক্তার
ফেল মেরে নাড়া খেয়ে মগজের পোকটার
যারা আরো দু’বছর পড়ে কোনো কলেজে,
ঘ’ষে ঘ’ষে শান দেয় জংধরা নলেজে,
বিদ্যের জোর কম, বলা চলে `ইডিয়েট'―
লোকে বলে ওরা নাকি `ইন্টারমিডিয়েট' !