ভুল বুঝেই ভুল করেছো তুমি—
জলকে দলে পায়ের নিচে
ব্যগ্র চোখে দেখছো চেয়ে দূরের মরীচিকা!
পেরিয়ে দেখো বিরান মরুভূমি
পথ পাবে না পথের শেষে      
প্রতিপদেই বিড়ম্বনা ভাগ্যে আছে লিখা।

ভুলের নাকি মাশুল দিতে হয়!
অক্ষ ছেড়ে যেই তারকা
নতুন কোনো যাত্রাপথে পাগল হয়ে ছোটে
তার কপালে চতুর্মুখী ক্ষয়:
(গতিও খোঁজে পরম স্থিতি)
টুকরো হয়ে অবাঞ্ছিত গ্রহের পায়ে লোটে।

কাজেই তুমি আমার হয়ে থাকো—
অক্ষ আমি, লক্ষ্য আমি,  
আমি ভূগোল, তোমার পথে আমি গোলকধাঁধা;
তোতার মতো শেখানো-নাম ডাকো:
আমার নামে নামতা পড়ো,
না-হই স্বামী কলমা-পড়া, সপ্তপাকে-বাঁধা।