যদিও দধীচি নই, মহাশক্তি আছে এই হাড়ে--
একেই লাগাও কাজে স্বর্গরাজ্য পুরোটা উদ্ধারে,
নাহলে সোনার স্বপ্ন থেকে যাবে মেটে ও তামাটে,
হতাশ্বাসে ম্রিযমাণ কেউ এসে দাঁড়াবে না মাঠে;
বাতাসে পতাকাগুলো বেঁকে-চূরে প্রশ্নচিহ্ন হয়ে
উড়বে আরো বহুকাল বারবার খণ্ড-পরাজয়ে।

আমি এক মুক্তিযোদ্ধা করে যাচ্ছি এই অসিয়ত:
কথা রাখো, পেয়ে যাবে আকাঙ্ক্ষিত স্বীয় যাত্রাপথ:

পতাকাশোভিত লাশ দৈবক্রমে নড়ে ওঠে যদি,
নিয়ে যেয়ো হাসপাতালে, যেন কোনো অভিজ্ঞ ডাক্তার
আমার শরীর থেকে একে-একে খুলে নেয় হাড়:
যেখানে জাগ্রত ছিলো একাত্তর মরণ অবধি।
মন্ত্রপূত এই হাড় আজাদীর স্বপ্নে ভরপুর--
যার নামে কেঁপে ওঠে দনুপুত্র, যতেক অসুর!