ছেঁড়া কাগজের টুকরোর মতো
উড়ছি তুমুল ঝড়ো-বাতাসের তোড়ে
পরিণামহীন ভ্রান্তবিহারে
কাল-কবলিত ভুল-পবনের নাও;
পার থেকে দূরে ছিটকে পড়েছি প্রলয়তাড়িত, তবু
নিমজ্জমান জাহাজের জেদী নাবিকের মতো আমি
কম্পাস হাতে ঝুলে আছি মাস্তুলে।
পুরাণকথিত শ্বাপদের ক্রোধে
হিংস্র কালের বিদঘুটে কালো থাবা
মটকে দিয়েছে স্বপ্নের ঘাড়
তবুও দিব্যি আশ্বাসে দিন কাটে:
গলাকাটা লাল মোরগের জেদে
রক্ত-স্বপ্ন একাকার করি চূড়ান্ত পাখসাটে।