অপেক্ষা

ঝুল বারান্দার চেয়ারে বসে থাকি প্রতিদিন সকালে
গ্রিলে জড়ানো বাহারি কাগুজে ফুল
টবে স্বাস্থবান গোলাপ
আর আমার চোখ সামনের খোঁড়া রাস্তায়
মনে প্রবল ভীতি আর আকাঙ্খা নিয়ে তোমার অপেক্ষা

জানি কোন একদিন ধীরপায়ে
তুমি মাথা নিচু করে
আমার বাড়ি পেরিয়ে যাবে
উপরে তাকাবে না একবারও

অথচ একটা সময় ছিল
যখন চোখে চোখ রেখে
অপলক তাকিয়ে থাকা ছিল
আমাদের নিরন্তর খেলা

আজ তোমার সেই চোখ আছে
সেই হাসি আছে
শুধু নেই ওই আবেগ, ভালবাসা
যা নিয়ে আমি তৃপ্ত থাকবো আমৃত্যু...