অন্তহীন পথে…

ঝাউবনে আজ মাতাল সমীরণ
সমুদ্রে বিশাল ঢেউ,
পথহারা জীবন আমার
আসবি নাকি কেউ?

পথের ধারে মান-অভিমান
পথেই ধারেই শেষ
মাঝপথে আমি একা আর
তুমি নিরুদ্দেশ ।

বলেছি হাজারবার ভালবাসি তোমায়
বাসবো চিরকাল
ভালবাসাবাসি করে দু'জনে কাটাবো
ইহকাল-পরকাল

পরকালে যদি নাও পাই তোমায়
আক্ষেপ নেই কোন,
তুমি ইহকাল, তুমিই পরকাল
এ সত্যটা জেনো।

পাগল পথিক তুমি আর আমি
মাতাল পক্ষীকুল,
প্রেমের টানে উপেক্ষা করেছি
হাজার চক্ষুশূল ।

তবুও তুমি রাখলে না কথা
ছেড়ে দিলে মোর হাত,
অন্তহীন পথে হেঁটে চলেছি
নিয়ে তোমারি আঘাত ।

দিন কেটে যায়, মাস কেটে যায়
কাটে বহু বছর,
পথের শেষ হয় না তবু
পথেই খুঁজি বাসর...