নারী
নারী কে তুমি?
কোথায় জন্ম তোমার, কোথায় শেষ
তুমি সৃষ্টি, তুমিই কি ধ্বংস?
তুমি গন্ধগোকুল, বর্ষায় ভেজা কদমফুল
দাগকাটা তলপেটে সৃষ্টির অপার রহস্য
কোনো এক আগন্তুক পুরুষের চোখে
কামুক সাধনা
তুমি ভালবাসার রাণী, প্রেরণাদাত্রী
তুমিই দীপান্বিতা
আবার হাজারো নিচ্ছিদ্র হৃদয়কে
বিদীর্ণ কর ছলনাময়ী হাসিতে
এফোঁড়-ওফোঁড় করা এ হাসি যেন
এ জগতের নয়, অন্যকোন জগতের।
তারপরও হাজার কোটি বছর ধরে
করে যাই তোমারই বন্দনা
কারন একটাই
তুমি নারী
আর এখানেই তোমার স্বার্থকতা...